শিরোনাম
লক্ষ্মীপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন জেলার ১৯ জন গুণী শিল্পী।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
বিভিন্ন বিষয়ে নৈপুণ্য অর্জন করায় সাতটি ক্যাটাগরিতে ১৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়। পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন; কন্ঠসংগীতে স্বপন কুমার নন্দী, সুদেব চন্দ্র দাস, লিপিকা সিংহ রায়, সুনন্দা কর ও মনিকা চক্রবর্তী, নাট্যকলায় টিংকু রঞ্জন মল্লিক, সুভাষ চন্দ্র চৌধুরী, শৈবাল কান্দি সাহা, মুহাম্মদ মোস্তফা ফারুক ও মোহাম্মদ মাহাতাব উদ্দিন,আবৃত্তিতে রাফিয়া আক্তার ও হেলাল উদ্দিন মাহমুদ, যন্ত্রসংগীতে অলক চক্রবর্তী ও মো. ওমর ফারুক, চারুকলায় দীপন কুমার দাস ও আবুল কাশেম খোকা, যাত্রা শিল্পে চামেলী পাল এবং বেলায়েত হোসেন ও লোকসংগীতে প্রাণ গোবিন্দ দাস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ রেজাউল হক প্রমুখ।
প্রধান অতিথি রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদের তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর নিয়মিতভাবে যেন গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পান।