শিরোনাম
কক্সবাজার, ১৯ মে ২০২৫ (বাসস): জেলার মহেশখালী উপজেলায় প্রতিবেশ সংকটাপন্ন সোনাদিয়া দ্বীপের প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণ ও আগুনে গাছপালা-জীববৈচিত্র্য ধ্বংসের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার দিবাগত রাতে মহেশখালী থানায় এ মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম।
মামলার আসামিরা হলেন- মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা আলমগীর চৌধুরী (৩৭), কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল (৪০), শেখ আলমগীর (৩০), আবুল কালাম (৫০), আবদুল মোনাফ (৩০), ইমতিয়াজ উদ্দিন (৩২), আজিজুল হক (৩৮), সোনাদিয়া দ্বীপের ইউনিয়ন পরিষদ সদস্য একরাম মিয়া (৩০), মোহাম্মদ শফিউল আলম (৩৮), জাহাঙ্গীর বাদশাহ (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর (৩২), মোহাম্মদ নকিব (৩০), মোহাম্মদ শফি (৪২), নুরুল আফছার (৫০), নুর হোসেন (৫০), আবু তাহের (৪৫), মোহাম্মদ হোসেন (৫৫), মোহাম্মদ শমসের উল্লাহ (৩৫), আজিজুল হক (৪০) ও মোস্তফা আনোয়ার (৪৫)। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পরিবেশ আইন অনুসারে মামলাটির তদন্তের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তাই তদন্তের জন্য পরিবেশ অধিদপ্তরে পাঠানো হবে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. জমির উদ্দিন জানান, দ্রুততম সময়ে মধ্যে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।