শিরোনাম
বান্দরবান, ১৯ মে ২০২৫ (বাসস): জেলার লামা উপজেলায় আজ দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন সংগঠন’ (গ্রাউস)-এর ভলেন্টিয়ার দলের সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হয়েছে।
এসব সরঞ্জামাদির মধ্যে রয়েছে হ্যান্ড মাইক, রেইন কোট, টর্চ লাইট ও ফাস্টএইড বক্স ও গাম বুট।
আজ সোমবার দুপুরে সংগঠনের লামা উপজেলা কার্যালয়ে দলের সদস্যদেরকে তিনদিব্যাপী প্রশিক্ষণ শেষে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ এসব সরঞ্জাম বিতরণ করেন।
এ সময় প্রকল্প সমন্বয়কারী মং উচিং মারমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য ওমর ফারুক ও প্রকল্পের পর্যবেক্ষণ কর্মকর্তা থুই চাহ্লা মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
মং উচিং মারমা জানান, বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ফাইতং, গজালিয়া ও সরই ইউনিয়নে ১৫ সদস্য বিশিষ্ট দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও মোকাবেলায় ভলেন্টিয়ার দল গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক বার্তা জানাতেই ভলেন্টিয়াদের মধ্যে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।