বাসস
  ০৯ মে ২০২৫, ১৫:৫৯

নড়াইলে চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি : বাসস

নড়াইল, ৯ মে, ২০২৫ (বাসস) : জেলায় বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ’র প্রবীণ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে শিশুস্বর্গ মিলনায়তনে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সংবর্ধিত শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী সমীর কুমার মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ ব্যানার্জি, চিত্রশিল্পী নয়ন বৈদ্য।

চিত্রশিল্পী বলদেব অধিকারী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে শিশুস্বর্গে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।