শিরোনাম
নাটোর, ১২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল তিনটায় নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে গুরুদাসপুর উপজেলার বিলসায় চলনবিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
আয়োজরা জানান, পানসি নৌকার এই প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী নিউ একতা এক্সপ্রেস দলকে মোটর সাইকেল, দ্বিতীয় বিজয়ী বাংলার বাঘকে রেফ্রিজারেটর এবং তৃতীয় বিজয়ী আল মদিনা দলকে এলইডি টেলিভিশন প্রদান করা হয়।