বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁয় প্রায় সাড়ে ১২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার। ছবি: বাসস

নওগাঁ, ১২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার পোরশা উপজেলায় প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার দিবাগত রাতে পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের দয়াহার এলাকার একটি আম বাগান থেকে এ বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। 

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জেলার পোরশা উপজেলার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম তেতুলিয়া ইউনিয়নের দয়াহার গ্রামের একটি আম বাগানের ভিতরে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই আম বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

প্রায় ৮ইঞ্চি উচ্চতার বিষ্ণু মূর্তিটির ওজন প্রায় ১২ দশমিক ৩ কেজি, যার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।