বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি’র উদ্যোগে পাঁচ শতাধিক তালের বীজ রোপণ করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ বিএনপি’র উদ্যোগে পরিবেশ রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে পাঁচ শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ছালাভরা এলাকায় এসব বীজ রোপণ করা হয়।

তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। 

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু ও সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুর, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাবেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর ছাত্রদল, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।