বাসস
  ০৮ মে ২০২৫, ২০:৪৩

তরুণদের নীতি প্রণয়নে যুক্ত করতে বিএনপি’র কর্মসূচি শুরু : যুবদল সভাপতি

ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে তরুণ সমাজকে সরাসরি নীতি প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত করতে দু’দিনব্যাপী সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে দলটির মাসব্যাপী বিশেষ কর্মসূচি প্রথম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম থেকে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা, বগুড়া ও ঢাকায়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে আমাদের মাসব্যাপী কর্মসূচি। এরই অংশ হিসেবে চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ। যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। 

মোনায়েম মুন্না বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকা শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের অভিনব পরিকল্পনা করেছেন। বিএনপি তারুণ্য নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।

এই কর্মসূচির প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষক ড. জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট ডা. জাহেদ উর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানি ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্রের স্যানট্যান্ডার ব্যাংকের সিনিয়র ডাইরেক্টর শাফকাত রাব্বী, এবং বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল প্লাটফর্ম পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ।

সেমিনারের পরদিন ১০ মে শনিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজন করা হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। 

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন