বাসস
  ০৪ মে ২০২৫, ১৪:৪৪

কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যানে উঠে খেলতে গিয়ে এক শিশু নিহত

ছবি : বাসস

ঝিনাইদহ, ৪ মে, ২০২৫ (বাসস) : জেলার কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার কোটচাঁদপুর পৌর এলাকার স্টেশনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল ফারাবি সুজন (৩) স্টেশনপাড়া এলাকার শেখ শামীম হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, স্টেশনপাড়া এলাকায় এক সবজি বিক্রেতা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর সবজি বিক্রি করছিলেন। একপর্যায়ে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে গেলে শিশু আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে। অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়। একপর্যায়ে ব্যাটারিচালিত ভ্যানটি চলতে শুরু করে এবং রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা শিশুটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম হোসেন বাসসকে জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। পরে নিহতের পরিবারের লোকজন মরদেহ নিয়ে  যায়।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরনের ঘটনা শুনিনি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজখবর শুরু করেছি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখবো।