শিরোনাম
রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অটুট রাখার আহ্বান জানান। একই সাথে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা কমান্ডেন্টেন্ড অফ আনসার মো. আনোয়ার হোসেন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, জামাত ইসলামীর আমির নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।