বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাসস

কুমিল্লা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম গতকাল জেলার চান্দিনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, জেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম সাওনসহ দলের অন্য নেতারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম। সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার ও তাহমিনা আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের তত্ত্বাবধানে কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলার মহিলা নেত্রীরা এতে অংশ নেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন। নারী নেতৃত্ব বিকাশ ও নারী জাগরণে সংগঠনটির অসামান্য অবদান রয়েছে।