বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২

মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

মানিকগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে মানিকগঞ্জের শিবালয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরাংগাইল বাজারে শিবালয় থানা বিএনপির উদ্যোগে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তৃতায় ড. খোন্দকার বাবলু বলেন, যাদের গত ১৫ বছর দলের কোনো কর্মসূচি বা আন্দোলনে দেখা যায়নি, তারা ওই সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নিয়েছে। এখন তারা তৃণমূলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে দলের ক্ষতি করছে। এ ব্যাপারে তিনি ত্যাগী নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন শিবালয় থানা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন ঢাকা (উত্তর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিল্টু, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি হারেজ মিয়া, সাধারণ সম্পাদক মীর কায়সার, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, জেলা কৃষক দলের সদস্য মো. লিটন মুহুরি ও আবুল কালাম আজাদ, ঘিওর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।