শিরোনাম
নড়াইল, ১৮ মে ২০২৫ (বাসস): জেলার তিনটি উপজেলায় চলতি খরিপ মওসুমে মোট ২৩ হাজার ৪শ’ ৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩লাখ ৫ হাজার ৭০৮ বেল পাট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি খরিপ মওসুমে জেলার ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৪৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৯২৫ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪০৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তিন উপজেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ৩লাখ ৫ হাজার ৭০৮ বেল পাট।
অন্যদিকে, জেলায় গত বছর পাটের আবাদ হয়েছিল ২৩হাজার ৪৩০ হেক্টর জমিতে। এবছর গত বছরের চেয়ে ৬৮ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, এ জেলার বিভিন্ন এলাকায় তোষা ও-৯৮৯৭ জাতের, জিআরও-৫২৪ জাতের এবং বিজেআরআই-৮ জাতের পাটের আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন জানান, জেলার তিনটি উপজেলায় সোনালি পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাষ উপযোগী জমিতে পাট চাষে উদ্বুদ্ধ করাসহ কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষীদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাটের আবাদ বাড়াতে জেলায় মোট চারহাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে এককেজি করে বীজ, ৫ কেজি করে ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।