বাসস
  ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪০

গোপালগঞ্জে নিরাপদ জৈব ছত্রাকনাশক ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩১ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ ডাল ও সবজি ফসলের রোগ দমনে  নিরাপদ জৈব  ছত্রাকনাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ  মঙ্গলবার গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রে ‘জৈব ছত্রাক নাশকের গবেষণাগার উন্নয়ন ফর্মুলেশন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণ কর্মসূচি’র আওতায় বাংলাদেশ  পরমানু কৃষি গবেষণা  ইনস্টিটিউট(বিনা)  এ কৃষক প্রশিক্ষণের আয়োজন  করে।
প্রশিক্ষণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। 
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ. কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা’র সিএসও ড. মো. মনজুরুল ইসলাম, কর্মসূচি পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা, বিনা’র  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল ও গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।
এ প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৫০ জন কৃষক ও কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়