বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০৭

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো চাটিগাঁও বিজয় দিবস পালিত

চট্টগ্রাম নগরীর খুলশীতে ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে সংগঠনের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো বিজয় চাটিগাঁও দিবস পালিত। ছবি: বাসস

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর খুলশীতে ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে সংগঠনের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো বিজয় চাটিগাঁও দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রকৌশলী ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং গবেষক ও সংস্কৃতিকর্মী ইফতিখার হোসাইন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও ইতিহাস গবেষক অলিউর রহমান ওলি। 

আরও আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ব্যারিস্টার আবিদ উর রাহমান। 

চট্টগ্রামের বন্দরকেন্দ্রিক অর্থনীতি, বাণিজ্যিক গুরুত্ব ও আত্মমর্যাদাবোধ-সবকিছুর ঐতিহাসিক ভিত্তি ১৬৬৬ খ্রিস্টাব্দের সেই চাটিগাঁও বিজয়ে।

সেই ইতিহাসকে তুলে ধরতে ‘ইতিহাস ঐতিহ্য ও আগ্রজের সন্ধানে’ গত বছর প্রথমবারের মতো আয়োজন করেছিল চাটিগাঁও বিজয় দিবস।