বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

সিরাজগঞ্জে আইনজীবী ফোরামের পদযাত্রা ও ধানের শীষের মিছিল

সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রায় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও পিপি রফিক সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল, জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল ইসলাম, এপিপি আব্দুল মালেক খান প্রমুখ।

বক্তব্য শেষে আদালত চত্বরে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।