শিরোনাম

দিনাজপুর, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় এবারে হজে গমন ইচ্ছুক এক হাজার ২৭৬ জন ব্যক্তি রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৭৫০ জনের স্বাস্থ্যগত পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াই টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে মিডিয়া সেল থেকে প্রেরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেরিত বার্তায় জানানো হয়, চলতি বছর ২০২৬ সালের দিনাজপুর জেলার সম্মানিত হজ যাত্রীগণের জেলা সিভিল সার্জন কার্যালয় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবারে জেলার রেজিস্ট্রেশনকৃত হজে গমন ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ ও সনদ প্রদান করা হচ্ছে। গঠিত মেডিকেল টিম প্রতি দিন আগতদের স্বাস্থ্যগত পরীক্ষার কাজ করছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফিরদৌস বলেন, আজ বুধবার দুপুরে আমি নিজেই হজে গমন ইচ্ছুকদের স্বাস্থ্যগত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছি। স্বাস্থ্য পরীক্ষার জন্য আগতদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিষয় ও সনদ গ্রহণে কোন সমস্যা হচ্ছে কিনা? সে বিষয়ে তিনি তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন।
তিনি বলেন,সম্পূর্ণ দায়িত্বশীলতার সাথে হজে গমন ইচ্ছুকদের স্বাস্থ্যগত পরীক্ষার কাজ পূর্ণ করা হচ্ছে। এ ব্যাপারে কোন হয়রানি করার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।
সূত্রটি জানায়, গত ২২ জানুয়ারি থেকে হজে গমন ইচ্ছুকদের স্বাস্থ্যগত পরীক্ষা ও সনদ প্রদানের কাজ শুরু করা হয়েছে। জেলার ১২৭৬ জন রেজিষ্ট্রেশনকৃত হজ যাত্রীগণের মধ্যে গত ৫ কর্ম দিবসে এখন পর্যন্ত ৭৫০ জন এর স্বাস্থ্য পরীক্ষা করে সনদ প্রদান করা হয়েছে। অবশিষ্ট হজে গমন ইচ্ছুকদের নির্ধারিত সময়ের মধ্যেই স্বাস্থ্যগত পরীক্ষার কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়।