শিরোনাম

রাঙ্গামাটি, ২৮ জানুয়ারি ২০২৬(বাসস) : পার্বত্য জেলার ৩টি সংসদীয় আসনের মোট ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য সর্বমোট ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
আজ বুধবার সকালে বরকল উপজেলার দুর্গম হরিণায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, বিজিবি হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।
সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।