বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:০৮

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

ছবি : বাসস

খুলনা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) :জেলার রূপসায়  একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৬ সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‌্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে। 

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে।