শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রজেক্টের ‘স্মার্ট শ্রেণিকক্ষ, আইসিটি সুবিধা ও আধুনিক ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষণ-শিখন ব্যবস্থার উন্নয়ন আওতায় ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাকোর্ডিং টু বিএনকিউএফ’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করা হয়েছে ৷
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৫ু২০২৬ শিক্ষাবর্ষ থেকে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম শুরু হবে এবং সে লক্ষ্যে সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, তাত্ত্বিক প্রস্তুতি ছাড়াই অনেক ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হয়। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে ওবিই কারিকুলাম বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রসায়ন বিভাগের হিট সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনকিউএফ অনুযায়ী ওবিই কারিকুলাম প্রণয়ন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সেমিনারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলেই কার্যকর ভূমিকা পালন করবেন।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফারহিন হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন।