বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩২

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ স্বস্ত্রীক গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: বাসস

বগুড়া, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজ্জাদ হোসেন নামে এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেল ও রাতে দুই দফায় অভিযান চালিয়ে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের আহাদ আলীর ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার। অভিযানে তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল সাজ্জাদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সি জার্মানির তৈরি পিস্তল তার কাছে থাকার কথা স্বীকার করে।

পরে অস্ত্র উদ্ধারে সাজ্জাদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়ি থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।