বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৭

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে কুতুকছড়ি বাজার থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রার্থী দীপেন দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ারসহ বিএনপির  জেলা উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে সম্প্রীতির নগরে পরিণত করা হবে। এখানে কোনো বিভেদ কোনো বৈষম্য থাকবে না। 

সবাইকে নিয়ে বিএনপি দেশ গঠনের কাজ শুরু করবে।

এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।