শিরোনাম

নাটোর, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণে নাটোরে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি বাস্তবায়ন করে জেলা তথ্য অফিস। বিকেলে উপজেলার ডাহিয়া বাজারে ভোটারদের সঙ্গে ভোটের কথোপকথন নিয়ে অনুষ্ঠিত হয় ‘ভোটালাপ’।
ভোটালাপে জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আওয়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। পাশাপাশি ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে। একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে।
জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণায় গত রাতে সিংড়া উপজেলার সাতপুকুরিয়া বাজারে আয়োজন করা হয় ‘টেন মিনিটস্ ব্রিফ’। বিয়াস বাজারে উঠান বৈঠক শেষে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র প্রদর্শনী।
এছাড়া সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রচারণার আয়োজন করে জেলা তথ্য অফিস।