শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধীনে সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফে নবগঠিত ‘সী-বিচ বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিওপিতে সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মদক্ষতা ও মনোবল বাড়ানো এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এর ফলে পর্যটন দ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে এবং এর কার্যকারিতা বাড়বে।
এরপর বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত ‘সী-বিচ বিওপি’ উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সকল আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এটি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিজিবি সদস্যদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টেকনাফ উপজেলার দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
তবে সীমান্ত এলাকার কৌশলগত গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল থেকে সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বর্তমানে বিওপিটি উদ্বোধনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেন্টমার্টিনে বিজিবি’র কার্যক্রমের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো।