শিরোনাম

ভোলা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে আমার প্রথম কাজ হবে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের জোর দাবি তোলা।
তিনি ভোলার অবহেলিত মানুষের ভাগ্যবদল ও উন্নয়নের লক্ষ্যে জোটের প্রার্থী হিসেবে তাকে ‘গরুর গাড়ি’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আজ মঙ্গলবার বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, ‘আপনারা তারেক রহমানকে বিশ্বাস করুন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই হবে আমার মূল লক্ষ্য।’
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের সময় অনেকেই অনেক ফুলঝুড়ি নিয়ে আপনাদের কাছে আসবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কে সংসদে গিয়ে সাহসের সাথে আপনাদের অধিকারের কথা বলতে পারবে। আমি কথা দিচ্ছি— আমি নির্বাচিত হলে ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখব।’
ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করে পার্থ বলেন, ‘কোনো দল বেহেশতের টিকিট দিতে পারে না। আসমান-জমিন ও বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা ধর্ম নিয়ে ব্যবসা বা প্রতারণা করতে আসবে, আপনারা তাদের বয়কট করবেন। আমরা কোনো ভণ্ড প্রতারকের কবজায় পড়ব না।’
ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘলদী ইউপির সাবেক চেয়ারম্যান আনু নোমান মোহাম্মদ সফিউল্লাহ ও ভোলা সদর উপজেলা যুবদল সভাপতি বিল্লাল হোসেন। সমাবেশে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।