বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ২১:৩১

আওয়ামী রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দলের ফকিরাপুল কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ছবি: বাসস

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের কোনো চেষ্টা বাংলাদেশে করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দলের ফকিরাপুল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমরা এমন পরিস্থিতি চাই না, যেখানে আজ এক দলের প্রার্থীদের দিকে ডিম ছোড়া হবে এবং আগামীকাল আরেক দলের প্রার্থীদের দিকে।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আমন্ত্রিত অতিথি হিসেবে হাবীবুল্লাহ বাহার কলেজে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও এর আগে হামলা চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক দিনে কয়েকটি জেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে নির্দিষ্ট একটি দল আচরণবিধি লঙ্ঘন করে অযৌক্তিক নির্বাচনী সুবিধা নিচ্ছে বলেও তিনি দাবি করেন। এটা সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন তিনি। 

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই গণআন্দোলন জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চাভিত্তিক একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, অভ্যুত্থানের পর রাজনৈতিক শক্তিগুলোর উচিত ছিল অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং নতুন করে যাত্রা শুরু করা।

এনসিপি আহ্বায়ক বলেন, তার দল অতীত আঁকড়ে থাকতে আগ্রহী নয়; বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ঢাকায় গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রাম শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে অব্যাহত রাখতে হবে।

সাম্প্রতিক ঘটনাগুলোকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা অস্বীকার করা আরও বেশি নিন্দনীয়। চিহ্নিত কর্মীরাই হামলার সঙ্গে জড়িত ছিল দাবি করে তিনি কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রকাশ্য মঞ্চে গণতন্ত্রের কথা বলে সহিংসতার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা গ্রহণযোগ্য নয়। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষ কোনো ধরনের রাজনৈতিক ভয়ভীতি সহ্য করবে না বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনের প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর দুপুরের দিকে ঢাকার রমনা এলাকায় একটি কর্মসূচিতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। হাবীবুল্লাহ বাহার কলেজে দুপুরে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।