শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচিত প্রতিটি কেন্দ্রের জন্য ৫ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্র কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে এই কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিবের (অফিসিয়াল) মোবাইল নম্বরসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট পাঠানোর জন্য দেশের সকল জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) মোহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কমিটির সভাপতি হবেন। অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রে জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা প্রথম শ্রেণির একজন কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া সংশ্লিষ্ট জেলা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কেন্দ্রের আওতাধীন মাদ্রাসা প্রধানদের মধ্য থেকে মনোনীত প্রতিনিধিরা কমিটির সদস্য হবেন।
নির্দেশনায় মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্র কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রের ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারির ব্যবস্থা করবেন। এছাড়াও প্রশ্নপত্রের ট্রাংক গ্রহণ, যাচাই এবং উত্তরপত্র নিরাপদে বোর্ডে পাঠানোর সার্বিক তত্ত্বাবধান করবেন।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি মাদ্রাসার ক্ষেত্রে হেড মাওলানা, উপাধ্যক্ষ বা সহকারী অধ্যাপক এবং বেসরকারি কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসা প্রধান বা সভাপতি কর্তৃক মনোনীত অন্য কোনো মাদ্রাসা প্রধান ‘কেন্দ্রসচিব’-এর দায়িত্ব পালন করবেন। তবে কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান বা নিকটাত্মীয় সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা দিলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না। এছাড়া বোর্ডের শৃঙ্খলা কমিটি কর্তৃক ইতিপূর্বে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এই পদে অযোগ্য বলে বিবেচিত হবেন। কেন্দ্রসচিব পদাধিকার বলে কেন্দ্র কমিটির সদস্য সচিবের দায়িত্বও পালন করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজনে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা প্রথম শ্রেণির যেকোনো কর্মকর্তা কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
পরীক্ষার্থীদের আসন বিন্যাস বিষয়ে মাদ্রাসা নির্দেশনায় বলা হয়েছে, ৫ থেকে ৬ ফুট দীর্ঘ বেঞ্চে সর্বোচ্চ ২ জন এবং ৪ ফুটের বেঞ্চে মাত্র ১ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে, পরীক্ষা চলাকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় একজন মেডিকেল অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে এবং ছাত্রী পরীক্ষার্থীদের কক্ষে অবশ্যই মহিলা কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ করতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তীতে কেন্দ্রসচিব ও কর্মকর্তাদের জন্য বিস্তারিত নির্দেশিকা সম্বলিত পুস্তিকা প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে।