শিরোনাম

মাদারীপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ ও জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা ইমামদের উদ্দেশে বলেন, মসজিদে ওয়াজ ও বয়ানের সময় কুরআন-হাদিসের আলোকে সমাজের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি গণভোটের বিষয়টি ভালোভাবে পড়ে ও বুঝে সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ইমামদের বক্তব্য মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করে ও গুরুত্ব দেয়—তাই এই ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।