শিরোনাম

দিনাজপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার পার্বতীপুর উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে সাড়ে ৩ টা পর্যন্ত পার্বতীপুর উপজেলা অডিটরিয়ামে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী আইন বিধি এবং দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটু রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ কর্মশালায়, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. আফতাবুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার।
প্রশিক্ষণে উপজেলার ১০'টি ইউনিয়নে এবং একটি পৌরসভার ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ১০২ জন প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।