বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৬

যশোরে সাড়ে দশ কেজি রূপাসহ চারজন আটক

ছবি: বাসস

যশোর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় সাড়ে দশ কেজি রূপাসহ চারজনকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় (৪৭) একই উপজেলার আলাইপুর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, ভাদিয়ালি গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন ও যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই চারজনকে আটক করে। পরে তাদের ব্যাগ থেকে সাড়ে দশ কেজি রূপা ও এক বোতল বিদেশী মদ পাওয়া যায়।

উদ্ধার হওয়া রূপার মূল্য ৬৫ লাখ ১০ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে মামলা দায়েরের পর আসামিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানিয়েছেন যে তারা ঢাকা থেকে রূপা সংগ্রহ করে ভারতে পাচারের জন্য যশোর হয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন।