বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১২

মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামীকাল শুরু

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মাদারীপুর জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল ২৮ জানুয়ারি থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা.) মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলার সদর, কালকিনি, শিবচর, রাজৈর ও ডাসার উপজেলার মোট ৩৮১ জন নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষা পর্যায়ক্রমে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ৩টা—এই দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা ভিত্তিক সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ ও ২৯ জানুয়ারি কালকিনি এবং সদর উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি কালকিনি ও শিবচর উপজেলার নির্বাচিত একটি অংশের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজৈর ও ডাসার উপজেলায় এবং শিবচর উপজেলার একটি অংশের প্রার্থীদের ২ ও ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, পরীক্ষার্থীদের নির্ধারিত রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। 

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল মূল সনদপত্র ও প্রবেশপত্র সঙ্গে আনার জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।