বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:১৪

কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথা নত করবেন না : ডা. জাহিদ

ছবি: বাসস

দিনাজপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর সদর-৬ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ভোট আপনার সিদ্ধান্তে দিতে পারবেন। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথা নত করবেন না। নির্ভয়ে ও নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করুন।’ এটা আপনার মৌলিক অধিকার,কেউ বাধা দিতে পারবেনা।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় জেলার হাকিমপুর উপজেলার হিলি চারমাথায় সিটি ক্যাবল ডিজিটাল হিলির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আপনাদের কাছে আসছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমি ধানের শীষে ভোটের জন্য আপনাদের দোয়া ও সমর্থন চাইতেছি।’

দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অঞ্চলকে পরিকল্পিত ভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আমি সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে আছি।’

এ সময় সিটি ক্যাবল ডিজিটাল হিলির পরিচালক শফিকুল ইসলাম বিদ্যুৎ ও জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।