শিরোনাম

রাজশাহী, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ২৯ তারিখে তারেক রহমানের রাজশাহীর যে সমাবেশ সেটি জনসমুদ্রে পরিণত হবে। সর্বস্তরের মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের জোয়ার শুরু হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র বলেন, আমার জীবনে যতগুলো নির্বাচন দেখেছি তাতে এই নির্বাচনে আরও বেশি সর্বস্তরের মানুষের মধ্যে ধানের শীষের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মা-বোন সবাই এখন ধানের শীষের পক্ষে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন।
মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর ঐতিহাসিক যে সমাবেশ সেই সমাবেশ জনসমুদ্রের রূপ লাভ করবে। আজকে এটা আমরা প্রচার মিছিল করছি। রাজশাহী হচ্ছে আমাদের শান্তির শহর। এখানে যারা নির্বাচন করছে তারা সবাই আমাদের ভাই। একে অপরের সঙ্গে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের দলের প্রেসিডেন্ট এবং ম্যাডামের সন্তান তারেক রহমান। যে উদ্দীপনা মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই সারা দেশে তার জন্য সৃষ্টি হয়েছে এগুলো অতীতের ইতিহাসের সবকিছুকে ম্লান করে দিয়েছে। তিনি আমাদের গর্ব। আমরা সবাই আনন্দবোধ করি যে আগামীতে এমন একজন নেতা যে দেশকে শহীদের মতো স্বাধীনতা সম্পদ রক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।
মিনু আরও বলেন, আগামী দিনে দেশের মানুষ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয়, সেবা করার জন্য নির্বাচিত করে, তাহলে আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করবো।
তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হলো এদেশের সর্বস্তরের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা, তাদের বিশ্বের কর্মক্ষম শক্তিতে পরিণত করা এবং তাদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা।
এরপর তিনি গণসংযোগ কর্মসূচি শুরু করেন। দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ চালানো হয়। এ সময় এমপি প্রার্থী মিনুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। গণসংযোগকালে প্রার্থী মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, শাহমখদুম থানার আহবায়ক সুমন সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য সচিব নাসিম খান, সিনিয়র যগ্ম আহবায়ক জাহিদ হাসান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ১৭ নং ওয়ার্ড বিএনপি পুর্বের আহবায়ক মেহের আলী, সদস্য সচিব হারান, ১৭ নং ওয়ার্ড পশ্চিমের আহবায়ক বাবু, সদস্য সচিব মান্নানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।