শিরোনাম

দিনাজপুর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বিরল উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, দু'টি ভ্যান ও একটি সিএনজিকে ধাক্কা দেয়ায় ১জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
নিহত শামছুল উদ্দিন (৪৫) বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১ টায় জেলার বিরল উপজেলার বানিয়া পাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জেলার বিরল থানার ওসি পরিদর্শক মো. আল এমরান এ সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শামছুল উদ্দিন বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
প্রতক্ষদর্শীরা নুরুল ইসলাম জানান, বেলা ১১ টায় জেলার বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক মুক্তারুজ্জামান মিয়া প্রাইভেটকার নিজে চালিয়ে দিনাজপুর শহরের দিকে আসছিলেন। পথের মধ্যে বানিয়াপাড়া মোড়ের অদূরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর কিছু দূরে দু'টি ভ্যান ও একটি সিএনজিকে ধাক্কা দিয়ে ডান পাশের আম গাছের সাথে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ৪'টি যানবাহনের শিশুসহ ৮'জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। গুরুতর আহত ৩'জনকে স্থানান্তরিত করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২ টায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ডা. ইমতিয়াজ আহমেদ গুরুত্বর আহত শামছুল উদ্দিনকে মৃত্যু বলে ঘোষণা করেন।
বিরল থানার ওসি জানান, নিহতের মরদেহের দিনাজপুর মেডিকেল হাসপাতালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে। দিমেক হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে যায়।