বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মঙ্গলবার জেলার কোটচাঁদপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার কোটচাঁদপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণে ৮০৪ জন অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কোটচাঁদপুর উপজেলার ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৯৮ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসময় ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।