বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫১

বিলাইছড়িতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ শুরু

ছবি : বাসস

রাঙামাটি, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে জেলার বিলাইছড়ি উপজেলায় আজ থেকে গণসংযোগ শুরু হয়েছে।

আজ সকালে বিলাইছড়ি বাজার থেকে গণসংযোগ শুরু করে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটির বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। 

নির্বাচনি প্রচারণাকালে দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের কল্যাণে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির বিএনপি প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবলু, জেলা শ্রমিক দলের নেতা মিজানুর রহমান বাবুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।