শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বিজয় বিতর্ক উৎসবে জগন্নাথ হলের বিতর্ক ক্লাব ‘বিতর্ক একটি তার্কিক সংগঠন’ চ্যাম্পিয়ন এবং শেখ মুজিবুর রহমান হলের ‘অ্যাসেম্বলি অব ডিবেটার্স’ রানার আপ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব এ আয়োজন করে।
ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পারভেজ গাজী এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন ধীমান বিশ্বাস।
এছাড়া, হলটির অভ্যন্তরীণ ভবন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর ‘পদ্মা’ এবং রানার আপ হয়েছে বিজয় একাত্তর ‘যমুনা’। অভ্যন্তরীণ প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শাহরিয়ার সজয় এবং ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছেন গিয়াসউদ্দিন রনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল রোববার সন্ধ্যায় বিজয় একাত্তর হল মিলনায়তনে ‘৬ষ্ঠ বিজয় বিতর্ক উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সভাপতি আসিফ আদনান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, ঢাকা পিস ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হোসাইন, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের মডারেটর আরেফিন রহমান আলিফ, ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না আরাফাত ও সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ বক্তব্য রাখেন। বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তানিম বিন কাইয়ুম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল রাউন্ড পর্যন্ত মোট ৭ রাউন্ড বিতর্কে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, রাষ্ট্রচিন্তা ও সমকালীন বাংলাদেশ নিয়ে যুক্তিনির্ভর বিতর্কে অংশ নেন। উৎসবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিতর্ক দল অংশগ্রহণ করে।