শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস):জেলার বাঁশখালীর সরল ইউনিয়নে চৌধুরী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিনের আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘরে আগুন লাগে মাটির চুলা থেকে।
মুহূর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে বসতঘরে সম্পূর্ণ মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।