বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩২
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:০০

খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

আজ সোমবার বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তি ও ৭নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন খুলনা-২ আসনে বিএনপি'র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু । ছবি: বাসস

খুলনা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি আধুনিক শহর ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই।

আজ সোমবার নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড বস্তি ও ৭ নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন যাত্রা শুরু করলো, এই নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক। 

বিএনপি ক্ষমতায় গেলে- একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করবো। তরুণ সমাজকে চাকরির নিশ্চয়তাসহ তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে।

মঞ্জু আরও বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত খুলনা গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি উপড়ে ফেলতে হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আল জামালসহ থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।