বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৭

পিরোজপুরে বিএনপির নির্বাচনি কার্যালয় উদ্বোধন

ছবি : বাসস

পিরোজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করেছে।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের কৃষ্ণচূড়া মোড়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনি কার্যালয়ের  উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার জন্য আজ এ কার্যালয়ের উদ্বোধন করা হলো। এখান থেকেই ৫ নং ওয়ার্ডের নির্বাচনি কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ বিএনপি নেতা সরদার এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা।