বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬

উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় : উপাচার্য

ছবি : বাসস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, উচ্চশিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা যাতে বেকার হয়ে পরিবারের বোঝা না হয়, সেজন্য তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করাই এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।

আজ শনিবার কক্সবাজার সরকারি কলেজে জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, ‘দেশের ৭০ শতাংশ উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী এই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পুরোনো গতানুগতিক সিলেবাস সংস্কার করে স্নাতক (সম্মান)-এ আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।’

তিনি আরো জানান, শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এছাড়া, দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা কার্যক্রম বিনিময়ের বিষয়ে আলোচনা চলছে।

সিলেবাস সংস্কারের আধুনিকায়ন প্রসঙ্গে ভিসি বলেন, ‘আধুনিক প্রযুক্তি এবং শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদাকে গুরুত্ব দিয়ে সিলেবাস সাজানো হচ্ছে। এর মূল লক্ষ্য হলো— শিক্ষা জীবন শেষে লাখ লাখ তরুণ-তরুণী যাতে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে প্রবেশ করতে পারে অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’

কক্সবাজারের পর্যটন সম্ভাবনা তুলে ধরে তিনি জেলায় ‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট’ প্রফেশনাল কোর্স পড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি কক্সবাজার সরকারি কলেজে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু করার প্রতিশ্রুতি দেন।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

এর আগে উপাচার্য প্রফেসর আমানুল্লাহ পায়রা ও বেলুন উড়িয়ে কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী জেলা পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আহমদ কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।