শিরোনাম

সিলেট, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকা থেকে গতকাল ছয়টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাব।
আজ (শনিবার) সকালে র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এর একটি দল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় বিস্ফোরক থাকার তথ্য পায়। খবর পেয়ে র্যাব সদস্যরা দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের একটি পুরাতন টয়লেটের ভেতর পরিত্যক্ত অবস্থায় ছয়টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। এর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসব আলামত নাশকতার জন্য সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।