বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৫

কোকোর মৃত্যুবার্ষিকীতে মাগুরায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

মাগুরা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার আয়োজনে আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয় থেকে সকাল ১১ টায় একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কোকোর স্বরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়া অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দেশের ক্রীড়া উন্নয়নে তাঁর অবদান ক্রীড়াপ্রেমীদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

সভা শেষে কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।