বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ জেলায় অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শুক্রবার মুক্তাগাছা উপজেলার পৃথক দুই স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গতকাল ১০ টায় মুক্তাগাছা পৌর এলাকার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলার সরকারি শারীরিক শিক্ষক কলেজ মাঠে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ উপস্থিত হয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন।