শিরোনাম

নেত্রকোণা, ২৪ জানুয়ারি ২০২৬ (বাসস): বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে জেলায় চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক আয়োজনে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চ ও নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এ মেলার উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ননী গোপাল সরকার, কবি ও চিন্তক এনামূল হক পলাশ, উদীচী জেলা সংসদের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, ছড়াকার সঞ্জয় সরকার, ভাস্কর অখিল পাল এবং ভ্রাম্যমাণ বইমেলার সহ-প্রকল্প সমন্বয়কারী রাজন দত্ত মজুমদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ আল মামুন।
নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি (সোমবার) পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মেলা প্রাঙ্গণ ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বই বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক উৎসবের নানা আয়োজন।