বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:১৬

বরগুনায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা

ছবি: বাসস

বরগুনা, ২৪ জানুয়ারি, ২০২৬ ( বাসস): জেলায় ধানের শীষের সমর্থনে বরগুনা -২ (বামনা- বেতাগী- পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী চেয়ারম্যান নূরুল ইসলাম মণির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেতাগী উপজেলার মোকামিয়া বাজার মাঠে বরগুনা-২ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণির সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মোকামিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সুজন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টার, বেতাগী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহজাহান কবির, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস,এম নুরুল ইসলাম পান্না, যুগ্ম আহবায়ক জলিলুর রহমান নান্না।

সভায় নূরুল ইসলাম মণি বলেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ বার্তা পৌঁছে দিচ্ছেন।