শিরোনাম

বরিশাল, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলা প্রশাসক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আজ গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন গৌরনদী উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মো. খায়রুল আলম সুমন বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের ব্যাপারে যে পরিপত্র দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদকর্মীদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।’
তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ ব্যাপারে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সায়িদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।