বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:১৫

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অতিরিক্ত ডিআইজির বৈঠক

ছবি: বাসস

দিনাজপুর, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। 

এ সময় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মো. জেদান আল মুসা সভাপতিত্ব করেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। 

তিনি জেলার পুলিশ কর্মকর্তাদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেন। 
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণ যোগ্য হবে না। 

ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের প্রচারণা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেদের দায়িত্ব পালন করে যাব। এ বিষয়ে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না।

এর আগে সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম আখতারুজ্জামান বসুনিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি জেলার বিভিন্ন থানা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠকে করেন। সভায় জেলার সব কয়টি থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।