শিরোনাম

খুলনা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের তামাক বিরোধী পৃথক অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন বিধান লঙ্ঘন করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
সোনাডাঙ্গা ও খুলনা থানা আওতাধীন খুলনা মেডিকেল কলেজ এলাকা ও নিরালা আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর বিভিন্ন বিধান লঙ্ঘন শনাক্ত করা হয়।
অভিযানকালে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন এবং প্রচারের জন্য মো. রকিবুল ইসলাম ও আরিত হাসানকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে মো. রাশেদ ব্যাপারী নামে আরেক অপরাধীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক অভিযানে নাসিমা ট্রেডার্সের মো. জাহিনুর রহমানকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রাঙ্কিত স্বাস্থ্য সতর্কীকরণ ছাড়াই সিগারেটের কার্টন বিক্রি করার জন্য ২ লাখ টাকা জরিমানা করেন। প্রচারণায় ব্যবহৃত বিজ্ঞাপন ট্যাবলেট এবং অন্যান্য প্রচারমূলক উপকরণও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুসারে সব ধরণের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার কঠোরভাবে নিষিদ্ধ। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট প্রদর্শন এবং প্রচারও অবৈধ।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ এবং শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।