শিরোনাম

বাগেরহাট, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোল্লাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ফা জামিয়া আরাবিয়া সফওয়ানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।